দুই জেলায় ৭৮ মিলিমিটার বৃষ্টি

দিনাজপুর ও কুড়িগ্রামের রাজারহাটে মোট ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৪ এপ্রিল) আবহাওয়া অফিস থেকে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত নোটিশে এ পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় রেকর্ড করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজারহাটে।
পূর্বাভাসে জানা গেছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা সামান্য পরিবর্তন হবে। তবে আজ সারাদিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৮৫ শতাংশ।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তিনি বলেন, আজকে ঢাকায় বাতাসের গতি এবং দিক দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। যা অস্থায়ীভাবে দমকায় হাওয়াসহ পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
এসআর/এসএম