১৬৬ পুলিশ সদস্য পেল ডিএমপির আর্থিক অনুদান

কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ ১৬৬ পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার (৬ এপ্রিল) দুপুরে ডিএমপি সদর দপ্তরে অনুদান-প্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে অনুদানের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
আর্থিক অনুদান প্রদান শেষে ডিএমপি কমিশনার বলেন, আমাদের যেসব সদস্য আহত ও নিহত হচ্ছেন, ডিএমপির কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছি। অনুদানপ্রাপ্তদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা ও যারা সুস্থ হয়ে ফিরে এসেছেন তাদের দীর্ঘায়ু কামনা করেন তিনি।
পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে কর্তব্য পালনের নির্দেশ দিয়ে কমিশনার বলেন, প্রত্যক্ষভাবে আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করছি। সরকারও আমাদের বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা করছে। আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ন হয়।
গত ২৮ মার্চ ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৬৬তম সভা ডিএমপি সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় ১৬৬ জন পুলিশ সদস্যের অনুকূলে ৫৮ লাখ ২৭ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম-পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনাররা উপস্থিত ছিলেন।
জেইউ/আরএইচ