গণবিজ্ঞপ্তি দিয়ে ফেরত দেওয়া হবে গেটওয়েতে আটকে থাকা টাকা

গণবিজ্ঞপ্তি দিয়ে গেটওয়েতে ই-কমার্স গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম শফিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-কমার্স গ্রাহকদের টাকা ফেরত দেওয়া এবং ডিজিটাল কমার্সের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সংঘটিত লেনদেন সৃষ্ট ভোক্তা বা বিক্রেতা অসন্তোষ, প্রযুক্তি সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত টেকনিক্যাল কমিটির চতুর্থ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অতিরিক্ত সচিব বলেন, আজকের সভায় কিছু সিদ্ধান্ত নিয়েছি। গ্রাহকদের যে টাকাগুলো বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে আছে, সেগুলো রিলিজ করে দেবো। তার আগে আমরা একটা গণবিজ্ঞপ্তি দেবো বাণিজ্য মন্ত্রণালয় থেকে।
কোনো কোম্পানির যদি কিছু বলার থাকে আমরা শুনব। তারপর আমরা পেমেন্ট গেটওয়ের টাকাগুলো ফেরত দেওয়া শুরু করব।
ইভ্যালি নিয়ে কোনো আশার বাণী আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ইভ্যালির বিষয়ে হাইকোর্ট একটা কমিটি করে দিয়েছে। তারা এ বিষয়টি দেখছেন। গতকাল আমি বিভিন্ন নিউজে দেখেছি, ইভ্যালির চেয়ারম্যান জামিনে বেরিয়ে এসেছেন। ইভ্যালি নিয়ে কি করবে না করবে, সেটি আমরা জানি না। মূলত যে কমিটি আছে, তারাই যা করার করবে।
এসএইচআর/এমএইচএস