মাঘের সঙ্গে পালাচ্ছে শীত

এক দিন পরই শেষ হবে মাঘ মাস। মাঘের বিদায়ের সঙ্গে পালাচ্ছে শীতও। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দেশের কোথাও কোথাও তাপমাত্রা অতিক্রম করেছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ দেখা দিলেও শীতের তেমন তীব্রতা নেই। সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণও ১০ এর উপরে রয়েছে। সবমিলিয়ে, সারাদেশের তাপমাত্রা বাড়ছে।
শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, গতকালের চেয়ে কোথাও কোথাও এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা আরও দ্রুত গতিতে বৃদ্ধি পাবে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে। আর পাঁচ দিনের আবহাওয়া অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল কক্সবাজার জেলায়, ৩০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ১০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। গড়ে সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে পাঁচ থেকে ১০ কিলোমিটার। ঢাকায় কাল সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে।
একে/এফআর