বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির চৌধুরী আর নেই

বীর মুক্তিযাদ্ধা, যুদ্ধকালীন সময়ে ফেনী জেলা মুক্তিবাহিনীর কমান্ডার, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর কবির চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৬ এপ্রিল (বুধবার) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। স্ত্রী, ৪ সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন পিএমপি গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। কারওয়ান বাজার জাহাঙ্গীর টাওয়ারের মালিক তিনি।
শনিবার বেলা ১১টায় গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের মরদেহ ফেনীর দাগনভুঞা উপজেলার কৈখালী গ্রামে মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।
বিবৃতিতে বলা হয়, ৭১-এর মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে গণমানুষের মুক্তি-সংগ্রামে জাহাঙ্গীর কবীর চৌধুরীর অবদান জাতি দীর্ঘদিন মনে রাখবে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
