হেফাজতের নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ১

হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনায় সরাসরি জড়িত মো. মাসুম হাসান ইমরান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ইমরান রাজধানীর ইসলামবাগ এলাকার বাসিন্দা।
ওসি আশরাফ উদ্দিন বলেন, সিসিটিভি ফুটেজ দেখে মো. মাসুম হাসান ইমরানকে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের পর মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাতের কথা সে স্বীকার করেছে। তবে কেন মেরেছে, তা এখনও আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর লালবাগ এলাকায় রহিম বক্স লেনে রিকশায় করে যাওয়ার পথে হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিন ছুরিকাঘাতের শিকার হন। ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা যায়, জসিম উদ্দিন রিকশায় করে যাচ্ছেন, এমন সময় তার পিঠে অতর্কিতভাবে ছুরি বসিয়ে টান দেয় এক জন। মুহূর্তেই ছুরিকাঘাতকারী দৌড়ে চলে যান। হামলাকারী এক জন হলেও তার সঙ্গে আরও দুই জনকে দৌড় দিতে দেখা যায়।
পরে মাওলানা জসিম উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় লালবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে।
এমএসি/এসএসএইচ