ডিএসসিসির নতুন ১৮ ওয়ার্ডে তৈরি হচ্ছে চার আঞ্চলিক কার্যালয়

দৈনন্দিন ও অন্যান্য সেবামূলক কার্যক্রম নিশ্চিতে করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত অর্থাৎ নতুন যোগ হওয়া ওয়ার্ডগুলোতে এখনও তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তা, ফুটপাত, নর্দমা, ড্রেনেজ, এলইডিসহ অবকাঠামো উন্নয়ন থেকে এখনও বঞ্চিত রয়েছে এসব এলাকার মানুষ।
যদিও ডিএসসিসির নব সংযুক্ত ওয়ার্ডগুলোতে উন্নয়ন কাজ চলছে। এসব কাজ শেষ হওয়ার পর সিটি করপোরেশনের মূল সেবাগুলো তারা পেতে শুরু করবে। এরই অংশ হিসেবে ডিএসসিসির নতুন ১৮টি ওয়ারর্ডে চারটি আঞ্চলিক কার্যালয় নির্মাণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। ডিএসসিসির আওতাধীন আঞ্চলিক কার্যালয় নির্মাণ’ নামক প্রকল্পের আওতায় আঞ্চলিক কার্যালয়ের চারটি ভবন নির্মাণ করা হবে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, সংস্থাটির নব সংযুক্ত ১৮টি ওয়ার্ডকে মাস্টার প্লানের আওতায় এনে এলইডি বাতি স্থাপন, ফুটপাথ, সড়ক, ড্রেন নির্মাণের মাধ্যমে উদ্যোগের মাধ্যমে মূল শহরের মতো সুযোগ সুবিধার আওতায় আনা হচ্ছে। এরমধ্যে আধুনিক জবাইখানা নির্মাণ, কমিউনিটি সেন্টার-মার্কেট আধুনিকায়ন করার বিষয়গুলোও থাকছে। প্রায় ৭৭৪ কোটি টাকা ব্যয়ে শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া এ চারটি সাবেক ইউনিয়নের ১৬৭.৮৮ কি.মি. রাস্তা, ৮.৮১ কি.মি. ফুটপাত, ১৭১.৬৫ কি.মি. নর্দমা, ১৪৩.৪৭ কি.মি. রাস্তায় এলইডি লাইট, ৭০৬৩টি বৃক্ষরোপণসহ নানা অবকাঠামো উন্নয়ন কাজগুলো চলছে।
এছাড়া মান্ডা, ডেমরা, নাসিরাবাদ ও দক্ষিণগাঁও এ চারটি সাবেক ইউনিয়নের জন্য ৫১৫.৫৫ কোটি টাকা ব্যয়ে ৮১.৩৬ কি.মি. রাস্তা, ৬১.৭৯ কি.মি. নর্দমা, ৭.৯৫ কি.মি. ফুটপাথ, ১২টি আরসিসি ব্রিজ নির্মাণ প্রকল্পের উন্নয়ন কাজ শুরু হয়েছে।
আধুনিক এসব ভবনগুলোতে সেবা নিতে আসা মানুষের জন্য নানা সুবিধাসহ প্রতিটি কার্যালয়ের সামনে থাকবে ফুলের বাগান, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং সেবা নিতে আসা মানুষের জন্য বসার জায়গা রাখা হবে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুরনো ৫৭টি ওয়ার্ডে পাঁচটি আঞ্চলিক কার্যালয় রয়েছে। নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে ৪টি আঞ্চলিক কার্যালয় নির্মাণ হলে মোট ৯টি আঞ্চলিক কার্যালয় হবে ডিএসসিসির।
নতুন ১৮টি ওয়ার্ডে খাস জমি আছে কিনা তা জানতে সিটি করপোরেশন নতুন ওয়ার্ডগুলোর কাউন্সিলদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি বলেন, ডিএসসিসির অন্তর্ভুক্ত নতুন ১৮টি ওয়ার্ডে আঞ্চলিক কার্যালয় নির্মাণে জমি অধিগ্রহণের ব্যাপারে আমাদের আলোচনা চলমান রয়েছে।
জানা গেছে, ২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে ৮টি করে ইউনিয়ন যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নবগঠিত ৩৬টি ওয়ার্ডকে দশটি অঞ্চলে বিভক্ত করা হয়। ২০১৭ সালের ৩০ জুলাই ডিএসসিসির শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ ইউনিয়নকে ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডে বিভক্ত করা হয়।
এএসএস/এসএম