কেউ গৃহহীন থাকবে না: পরিবেশমন্ত্রী

প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। এখন বিভিন্ন ভাতার মাধ্যমে অসহায় ও দরিদ্রদের সহযোগিতা করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি বিভিন্ন ভাতা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, করোনায় সারা বিশ্বের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হলেও বাংলাদেশে উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে। সরকারের দেওয়া বিনামূল্যে করোনার টিকা নেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ।
উপজেলার ১ হাজার ৫১০ জনকে ভিজিডি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩০ কেজি করে পুষ্টি চাল, ৯৬৩ জন দরিদ্র মাকে মাতৃত্বকালীন মাসিক ৮০০ টাকা হারে ভাতা ও পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে দুটি সেলাই মেশিন দেওয়া হয়।
এর আগে প্রায় ২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে জুড়ী উপজেলায় আধুনিক ডাক বাংলো ভবনের উদ্বোধন করেন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
এইচএন/আরএইচ/জেডএস