পালানোর সময় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. রবিউল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ (ডিবি)। এ সময় তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার (১৬ এপ্রিল) ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এ তথ্য নিশ্চিত করেছেন।
বদরুজ্জামান জিল্লু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার মনোয়ারা অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালানো হয়ে। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন হাজার পিস ট্যাবলেটসহ রবিউলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
এমএসি