নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গা থানার দক্ষিণ ডেলপাড়ার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে জামাল মিয়া (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। রোববার (১৭ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জামাল মিয়া বরগুনা জেলার পাথরঘাটার মোক্তার হাওলাদারের ছেলে।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সেকান্দার মিয়ার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নির্মাণ কাজ করছিলেন জামাল মিয়া। এ সময় দুর্ঘটনা বশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কেএম/আইএসএইচ