মালদ্বীপে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার অনুরোধ

মালদ্বীপে অবস্থানকারী আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের সভাপতি আব্দুল্লা শহিদ।
সোমবার (১৮ এপ্রিল) মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এ সময় অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার অনুরোধ জানান আব্দুল্লা শহিদ।
মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস জানায়, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সব পক্ষ সম্মিলিতভাবে কাজ করলে অল্প সময়ের মধ্যে বাংলাদেশি কর্মীরা বৈধ হতে সক্ষম হবে। সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং উভয়পক্ষ আলোচনায় বিষয়বস্তুতে সহমত পোষণ করেন।
এ সময় মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্রসচিব উপস্থিত ছিলেন।
গত বুধবার নতুন হাইকমিশনার আজাদ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহর কাছে পরিচয়পত্র পেশ করেন। গত ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদকে মালদ্বীপের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়। তিনি সাবেক হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হন।
এনআই/জেডএস