বিএমআরইউয়ের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স ইউনিটির (বিএমআরইউ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং আলতাব হোসেন মিন্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বহুমুখী সমবায় সমিতির সভাপতি মনির হোসেন।
এছাড়া সংগঠনের সহ-সভাপতি শফিক আহমেদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শফিউল ইসলাম আলামিন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হাওলাদার, কোষাধ্যক্ষ কাওছার মাহমুদ, কার্যকরী সদস্য মো. শফিক চৌধুরী, কার্যকরী সদস্য আজিজুল হাকিম, সদস্য সৈয়দ আমানত আলী, সদস্য মো. নাজিমউদ্দিন ইমন, সদস্য মো. মোস্তাকিম আহমেদ, সদস্য মো. রাজু আহমেদ, সদস্য শামসুল ইসলাম সনেট, সদস্য টিটু আহমেদ, সদস্য মো. শাহিন, সদস্য লিটন ও সদস্য মাসুম আহমেদ উপস্থিত ছিলেন।
এসএএ/এসকেডি