চট্টগ্রামে আগুনে মেয়ের মৃত্যু, বাবা দগ্ধ

চট্টগ্রামের পতেঙ্গায় বসতঘরে অগ্নিকাণ্ডে মমি আক্তার (৭) নামে এক শিশু মারা গেছে। একই ঘটনায় শিশুটির বাবা আবদুল মান্নান (৩৫) দগ্ধ হয়েছেন।
বুধবার (২০ এপ্রিল) বিকেলে পতেঙ্গা থানার ভিআইপি রোডের মোল্লা ডেইরি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ মান্নানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুনের সংবাদ পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগুনে দগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। শিশুটির বাবাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আবদুল মান্নান যে ঘরে থাকতেন তার গ্যাসের লাইনে লিকেজ ছিল। বিকেলে চুলা জ্বালাতে গেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মোট ১২টি বসতঘর পুড়ে গেছে।
কেএম/আরএইচ