৪ ঘণ্টা ই-পাসপোর্ট আবেদন বন্ধ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ এপ্রিল ২০২২, ০৮:১৪ পিএম


৪ ঘণ্টা ই-পাসপোর্ট আবেদন বন্ধ

ই-পাসপোর্ট কার্যক্রম শুক্রবার সন্ধ্যা থেকে সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

শুক্রবার অধিদপ্তর সূত্রে জানা যায়, ই-পাসপোর্ট সেবার মানোন্নয়নের জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত পাসপোর্ট সেবা বিঘ্নিত হবে।

এ সময়ে আবেদনকারীরা অনলাইনে পাসপোর্টের আবেদন করতে পারবেন না। বন্ধ থাকবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কার্যক্রম।

অনিবার্য কারণে সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে অধিদপ্তর।

এর আগে ‘সিস্টেম আপগ্রেডেশন’ -এর কারণে ১৫ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত অধিদপ্তরের সার্ভার ডাউন ছিল।

এআর/আরএইচ

Link copied