দুই দিনে কমলো টিকা গ্রহীতার সংখ্যা

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে গণটিকা প্রয়োগ কার্যক্রমের সপ্তম দিন পার হয়েছে। শুরুতে টিকা গ্রহীতার সংখ্যা কম থাকলেও মাঝে বেড়েছিল। তবে গত দুই দিনে আবারও কমতে শুরু করেছে টিকা গ্রহীতার সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন টিকা নিয়েছেন। যা গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) ছিল এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন এবং গত বৃহস্পতিবার ছিল দুই লাখ চার হাজার ৫৪০ জন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় টিকা নেওয়া ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জনের মধ্যে ১ লাখ ১২ হাজার ৮৪৮ জন পুরুষ এবং ৫৬ হাজার ৫০৫ জন নারী। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৩২ জনের।
গত ২৪ ঘণ্টায় টিকা নেওয়া ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৫ হাজার ৯১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ৩৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ হাজার ৭০৩ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৯৬৫ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ২১৮ জন, খুলনা বিভাগে ১৯ হাজার ৮০২ জন, বরিশাল বিভাগে ৯ হাজার ১৯৮ জন এবং সিলেট বিভাগে ১৩ হাজার ১৯৬ জন।
টিআই/জেডএস