নিষিদ্ধ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তার ওই সদস্যের নাম আব্দুল্লাহ হাওলাদার। তিনি বরিশালের বাকেরগঞ্জের চরামাদ্দ গ্রামের মৃত রিয়াজুল ইসলাম মালেকের ছেলে।
অ্যান্টি টেররিজম ইউনিটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ এপ্রিল) রাতে অভিযান পরিচালনা করে বরিশাল মেট্রোপলিটনের আওতাধীন নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, গত শনিবার (২৩ ফেব্রুয়ারি) অ্যান্টি টেররিজম ইউনিট এবং সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করে মোহাম্মদ রুমেল নামে আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। মোহাম্মদ রুমেল ‘গুরাবা মুজাহিদ’ ফেসবুক আইডি ব্যবহার করে আনসার আল ইসলামের উগ্র মতাদর্শ প্রচার করত। রুমেলকে গ্রেপ্তার করে চট্টগ্রাম কোতয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইএন মামলা করা হয়।
আদালত রুমেলকে জিজ্ঞাসাবাদের জন্য সময় মঞ্জুর করলে রুমেলের দেওয়া তথ্য মতে এবং মামলার তদন্তের সূত্র ধরে আব্দুল্লাহ হাওলাদারের সম্পর্কে তথ্য পাওয়া যায়।
গ্রেপ্তার আব্দুল্লাহ হাওলাদার, ‘আব্দুল্লাহ আল মোবারক’ নামক ফেসবুক আইডি থেকে ‘আনসার আল ইসলাম’ এর উগ্র মতাদর্শ প্রচার এবং কার্যক্রম পরিচালনা করছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/জেডএস