শ্যামলী এনা ইকোনো পরিবহনকে জরিমানা

বিআরটিএ নির্ধারিত ভাড়া দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় শ্যামলী, ইকোনো ও এনা পরিবহনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (২৬ এপ্রিল) সায়দাবাদ বাস টার্মিনালে অভিযানকালে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।
অভিযানকালে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা এবং হ্যান্ডমাইকে বিআরটিএ নির্ধারিত ভাড়ার মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য বাস মালিক/ম্যানেজারদের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে টিকিট কেনায় প্রতারিত হলে ভোক্তা হটলাইন ১৬১২১ নম্বরে জানানোর জন্য পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর থেকে জানানো হয়।
এসআই/এসকেডি