কাদায় আটকে যাওয়া হাতি ১০ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার তৈলাভাঙ্গা বিলে কাদায় আটকে যাওয়া বন্য হাতিটিকে ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে বন বিভাগ। হাতিটি এর পরপরই বনে ফিরে গেছে।
শনিবার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে হাতিটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।
তিনি বলেন, শুক্রবার দিনগত রাত ৩টার পর হাতিটি তৈলভাঙা বিল পার হওয়ার সময় কাদায় আটকে যায়। এরপর উঠতে অনেক চেষ্টা করেও পারেনি। পরে আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে কাদা থেকে উদ্ধার করে বন বিভাগ। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে ১২টার দিকে হাতিটি উদ্ধার করে বনে ফিরিয়ে দেওয়া হয়। উদ্ধারের পর পশু চিকিৎসকরা হাতিটিকে দেখেছেন। হাতিটি সুস্থ আছে। উদ্ধারের পর রশি খুলে নিলে হাতিটি বনে চলে যায়।
জঙ্গল থেকে খাবারের সন্ধানে হাতিটি লোকালয়ে এসেছিল বলে ধারণা করছি। রাতের অন্ধকারে সম্ভবত হাতিটি পথ ভুলে জমিতে এসে কাদায় আটকে যায়। শরীরের উপরের অংশ বাদে চার পায়ের পুরো অংশই কাদার মধ্যে ছিল, বলেন মো. সফিকুল ইসলাম।
কেএম/জেডএস