রাজধানীতে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

বিপুল পরিমাণ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ও ডিবির বিশেষ টিম ছিনতাই প্রতিরোধে কাজ করছে। এরই অংশ হিসেবে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে রোববার ছিনতাই প্রতিরোধে কথা বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঈদের ছুটিতে রাজধানীর রাতের নিরাপত্তায় অতিরিক্ত ২৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও চুরি-ছিনতাই প্রতিরোধে ডিএমপির ৫০০ টিম কাজ করবে।
এআর/এমএইচএস