৬ কর কমিশনার পদে রদবদল

কর কমিশনারের ছয় পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে দুই জন অতিরিক্ত কর কমিশনারকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব রোর্ডের (এনবিআর) প্রথম সচিব মো. শাহিদুজ্জামানের সই করা এক আদেশে তাদের কর অঞ্চল-২, ৩ ও ৪ ও কেন্দ্রীয় কর অঞ্চলের পদোন্নতি ও বদলি করা হয়েছে।
আদেশে বিসিএস (কর) ক্যাডারের নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার মো. নাজমুল করিমকে ঢাকার কর অঞ্চল-৩ এ ও কর অঞ্চল-৩ এর কমিশনার এম এম ফজলুল হককে চট্টগ্রামের কর অঞ্চল-৪ এ বদলি করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের কর অঞ্চল-৪ এর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে ঢাকার কর আপিল অঞ্চল-৪ এ বদলি করা হয়েছে।
এদিকে ঢাকার তিন অতিরিক্ত কর কমিশনার এ কে এম হাসানুজ্জামান, মো. শফিকুল ইসলাম আকন্দ ও তৌহিদা জিয়াসমীন চৌধুরীকে পদোন্নতি দিয়ে যথাক্রমে চট্টগ্রামের কর অঞ্চল-২, রাজশাহী কর অঞ্চল ও কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া অপর এক আদেশে আট অতিরিক্ত কর কমিশনার মনোয়ার আহমেদ, মো. শামীমুর রহমান, খালেদ শারিফ আরেফিন, মো. সিরাজুল করিম, মো. শাহাদৎ হোসেন শিকদার, কবির উদ্দিন মোল্লা, শারমিন ফেরদৌসী ও শাওন চৌধুরীকে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন কর অঞ্চলে বদলি করা হয়েছে।
আরএম/এসএসএইচ