চট্টগ্রাম ইপিজেডে আগুন, বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে ৮০ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রেললাইনের পাশের বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, ভোর ৪টার দিকে ইপিজেডের পাশে রেলওয়ে কলোনির বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বস্তির কয়েকটি ঘর পুড়ে যায়।
এর মধ্যে একটি ঘরে ওই বৃদ্ধের লাশ পাওয়া যায়। তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন বলে আগুন লাগার পর ঘর থেকে বের হতে পারেননি বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। নিউটন দাশ বলেন, আগুন লাগার কারণ তদন্ত করে বের করা হবে। বস্তিতে নিম্ন আয়ের মানুষজন বসবাস করত।
ওএফ