এডিস নিয়ন্ত্রণে যেসব এলাকায় চলবে চিরুনি অভিযান

ঝুঁকিপূর্ণ ৭টি ওয়ার্ডে এডিস মশা নিয়ন্ত্রণে ‘বিশেষ চিরুনি অভিযান’ পরিচালনা করা হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ১০ মে থেকে ১২ মে পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (৯ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানান।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষাপূর্ব জরিপ অনুযায়ী ডিএসসিসির ৩৮, ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ড উচ্চ এবং ১৩, ১৫, ২১ ও ২৩ নম্বর ওয়ার্ডকে মধ্যম মাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেসব ওয়ার্ডে এই বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা জানান, এডিস মশা নিধনে বিশেষ চিরুনি অভিযান আগামীকাল থেকে নির্দিষ্ট স্থানে পরিচালিত হবে। সকাল ৯টা থেকে ১৩ নম্বর ওয়ার্ডে লার্ভিসাইডিং করা হবে কাউন্সিলর কার্যালয় ও পল্টন এলাকায়। এছাড়া এডাল্টিসাইডিং করা হবে পল্টন মডেল থানা এলাকায়।
একইভাবে ১৫ নম্বর ওয়ার্ডের ডিঙ্গি রেস্তোরাঁ এলাকা থেকে শুরু হবে অভিযান। পাশাপাশি ২১ নম্বর ওয়ার্ডে লার্ভিসাইডিং করা হবে সেন্ট্রাল লাইব্রেরি এলাকায় এবং এডাল্টিসাইডিং করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল এলাকায়।
অন্যদিকে ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ পার্ক এলাকা থেকে লার্ভিসাইডিং এবং নিউ পল্টন এলাকায় এডাল্টিসাইডিং করা হবে। ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় (মুরগি পট্টি) এলাকা থেকে লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং করা হবে।
এছাড়া ৪০ নম্বর ওয়ার্ডের দয়াগঞ্জ মোড় এলাকায় লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং করা হবে। একই ভাবে ৪৫ ওয়ার্ডের সাঈদ খোকন কমিউনিটি সেন্টার সংলগ্ন কদম রসুল মসজিদ এলাকায় লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং করা হবে।
দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, অন্যান্য সময়ে নিয়মিতভাবে ৭ জন মশক কর্মী লার্ভিসাইডিং এবং ৬ জন মশক কর্মী এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু এই বিশেষ চিরুনি অভিযানে সকালে ১৩ জন মশক কর্মী লার্ভিসাইডিং এবং বিকেলে ১৩ জন মশক কর্মী অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করবেন।
এএসএস/আইএসএইচ