নালায় লাশ, পকেটে থাকা মোবাইলে মিলল পরিচয়

চট্টগ্রামের হালিশহর থানার হালিশহর এইচ ব্লকের ১ নম্বর সড়কের পরিত্যক্ত একটি বাড়ির পাশের নালা থেকে মারুফ নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মে) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে ঢাকা পোস্টকে জানান হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করেছে। মারুফের হাত ও কোমরের বামদিকের অংশ ভাঙা পাওয়া গেছে। তাকে কেউ খুন করেছে কি না, তা ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের ধারণা, উঁচু জায়গা থেকে পড়ে মারা গেছেন মারুফ। এক্ষেত্রে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারেন অথবা তিনি নিজেও পড়ে থাকতে পারেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি বলেন, যে বাড়ির পেছন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে মাঝে-মধ্যে মাদকসেবীদের আড্ডা বসত। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে এক-দু দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মরদেহ উদ্ধারের সময় তার পরনে থাকা প্যান্টের পকেটে একটি মোবাইল পাওয়া যায়। সেখান থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে তার মায়ের সঙ্গে কথা বলে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার মা কিশোরগঞ্জে থাকেন। সেখান থেকে রওনা দিয়েছেন তিনি।
হালিশহর সবুজবাগের আনন্দধারা হাউজিং এলাকায় থাকতেন মারুফ। এ এলাকায় তিনি অটোরিকশা চালাতেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
কেএম/আরএইচ