লেবানন থেকে ফিরলেন ৪৩২ বাংলাদেশি

লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ৪৩২ বাংলাদেশি নাগরিক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) তারা দেশে ফিরেছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে লেবাননের বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
এতে বলা হয়, স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাস বৈরুতের তত্ত্বাবধানে ৪৩২ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটটি সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লেবানন থেকে এসব বাংলাদেশিদের দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দরের একটি সূত্র।
সূত্র জানায়, সাড়ে ১০টার পর এসব বাংলাদেশিকে বহন করা ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।
এনআই/এফআর