বাংলাদেশ শিশু হাসপাতালে বিশ্ব নার্স দিবস পালিত

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টায় হাসপাতালের অডিটোরিয়ামে কেক কেটে আনন্দঘন পরিবেশে দিবসটি পালিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক তাহমিনা বেগম।
বিআইসিএইচের কোর্স কো-অর্ডিনেটর প্রফেশনাল উদ্দিন আহমেদ। বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের উপ-পরিচালক ডাক্তার প্রবীর কুমার সরকার এবং আবাসিক চিকিৎসক ডা. রিজওয়ানুল আহসান বিপুলসহ হাসপাতালে শিক্ষক, চিকিৎসক ও সেবিকারা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক তাহমিনা বেগম বলেন, প্রত্যেক হাসপাতালের সেবিকারা হচ্ছেন হাসপাতালের প্রাণ। ফ্লোরেন্স নাইটিংগেলের মতো মানবসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আপনাদের আচার-ব্যবহারে এবং সেবায় একজন রোগী যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে, সেই দিকটি আপনারা খেয়াল রাখবেন। তাদের ২য় গ্রেডে উন্নীত করার জন্য এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এসএএ/এসএসএইচ