ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতার সবাই মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
রোববার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৯৩৩ পিস ইয়াবা, ১৬৩ গ্রাম হেরোইন, ১১ কেজি ১১০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, গত ৯ দিন ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে মোট ৩৯১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নামে ডিএমপির বিভিন্ন থানায় ২৮২ মামলা করা হয়। এছাড়া এসব অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়।
ডিএমপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলমান মাদকবিরোধী অভিযানে ৫৫ হাজার ৮০৬ পিস ইয়াবা, ৯২১ গ্রাম হিরোইন, ৪৯ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ ফেনসিডিল এবং দেশি-বিদেশি মাদকদ্রব্য জব্দ করা হয়। বিভিন্ন প্রকার নেশাজাতীয় ইনজেকশনও জব্দ করা হয় এ অভিযানে।
এমএসি/এসআরএস