বিদেশ যাচ্ছেন ইসির অতিরিক্ত সচিবসহ চার কর্মকর্তা

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিবসহ চারজন কর্মকর্তা মালেশিয়া যাচ্ছেন। এজন্য গত বৃহস্পতিবার (১২ মে) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নুরুল হাসান ভূঁইয়া স্বাক্ষরিত চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
চিঠিতে ইসি জানায়, আগামী ১৯ থেকে ২৩ মে পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘এফ৫ অ্যাডভান্সড ডব্লিউএএফ অ্যান্ড ডব্লিউএএফ অ্যাডমিনিসট্রিশন’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যোগ দিতেই এই চার কর্মকর্তাকে মালেশিয়ায় পাঠাতে চায় ইসি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মো. ইকবাল জাভিদ ও সহকারী প্রোগ্রামার আল নাহিয়ান মালেশিয়া যাচ্ছেন বলে চিঠিতে উল্লেখ করেছে ইসি।
এই চার কর্মকর্তার বিদেশ ভ্রমণের বিষয়ে ইসির চিঠিতে শর্ত উল্লেখ করা হয়েছে, তারা আনুমানিক ১৮ মে ঢাকা ত্যাগ করবেন এবং ২৪ মে ঢাকায় ফিরবেন। এই প্রশিক্ষণের সময়কাল, ভ্রমণ ও ট্রানজিটের জন্য ব্যয় করা সময় কর্তব্য হিসেবে বিবেচনা করা হবে। কর্মকর্তাদের এ ভ্রমণের যাবতীয় খরচ বহন করবে এক্সপ্রেস সিস্টেম লিমিটেড (ইএসএল)। মালয়েশিয়া থেকে ফেরার পর সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলেছে ইসি।
এসআর/ওএফ