পদ্মা সেতু বাস্তবে রূপ নেওয়ায় বিএনপি চুপসে গেছে: তথ্যমন্ত্রী

পদ্মা সেতু বাস্তবে রূপ নেওয়ায় বিএনপির মুখ চুপসে গেছে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, লজ্জায় এখন তারা কোনো কথা বলতে পারছে না। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাপী আলোচনা তৈরি হলেও বিএনপি নীরব।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল ন্যাশনাল আওয়ামী পার্টি-প্রগতিশীল ন্যাপ (ভাসানী) আয়োজিত মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির মতাদর্শে গঠিত ৪২ জন বুদ্ধিজীবী নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে লিখিত বক্তব্য দিয়েছেন। বিভিন্ন সময় বিএনপির পক্ষে যারা কথা বলেছেন তারা এ ধরনের বক্তব্য দিয়েছেন। এটি বিএনপি অফিসে বসে ড্রাফট করা হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকলে সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে। বিএনপি নেতাকর্মীদের অন্ধের মতো সমালোচনা না করে উন্নয়ন ও গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে পাকিস্তানের চেয়ে সকল সূচকে বাংলাদেশ এগিয়ে আছে।
আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মওলানা ভাসানী কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি। তিনি আজীবন দেশ ও মানুষের সেবায় রাজনীতির মহান ব্রত পালন করেছেন। মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন থেকে অনেক কিছু শেখার আছে।
প্রগতিশীল ন্যাপের (ভাসানী) কেন্দ্রীয় আহ্বায়ক পরশ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ গণ আজাদী লীগের সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ সরওয়ার হোসাইন বক্তব্য রাখেন।
এছাড়াও সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ আলী কিসমত, মোহাম্মদ বাবুল আহম্মেদ, মনিরুল হাসান মনির, মোসুমী রহমান মিনু, সাইফুল ইসলাম লিটন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মানিক লাল ঘোষ প্রমুখ শুভেচ্ছা বক্তব্য দেন।
পিএসডি/এমএইচএস