বঙ্গবন্ধুর পরিবারের নাম ভাঙিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
১৮ মে ২০২২, ০৫:০৭ এএম

জাতির পিতার পরিবারের সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কাজের প্রলোভন দেখিয়ে ঠিকাদারদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাবের একটি দল। গ্রেপ্তাররা হলেন— প্রতারক চক্রের প্রধান মনসুর আহমেদ এবং তার অন্যতম এক সহযোগী।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি জানান, বুধবার (১৮ মে) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
জেইউ/এসএসএইচ