মতিঝিলে হেরোইনসহ তিন কারবারি গ্রেপ্তার
২৪ মে ২০২২, ০৩:৪৫ পিএম

রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৩ মে) রাতে মতিঝিল থানার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের হেরোইনসহ গ্রেপ্তার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, তানমিন শেখ ওরফে সিজান, মো. রনি ও মো. কামরুল হাসান।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.আব্দুল্লাহ আল মামুন জানান, কয়েকজন মাদক কারবারি হেরোইন বিক্রি করার জন্য মোটরসাইকেলযোগে মতিঝিল থানার আরামবাগ এলাকার বাংলাদেশ ব্যাংক কলোনির ১ নং গেটের সামনে অবস্থান করছিল, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৫০ গ্রাম হেরোইনসহ সিজান, রনি ও কামরুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় হেরোইন পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা জানান, দেশের সীমান্তবর্তী জেলা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তারা। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এসকেডি