শ্যামপুরে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপরে অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।
শুক্রবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে নিয়ে আসা পথচারী মো. জুয়েল ঢাকা পোস্টকে বলেন, শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপরে অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করে নিয়ে আসা নিহত ব্যক্তির নাম-পরিচয় বলতে পারেননি। সংশ্লিষ্ট থানা বিষয়টি তদন্ত করবে।
এসএএ/এসএসএইচ