আল-জাজিরার কন্টেন্ট সরিয়ে নিতে ফেসবুক-ইউটিউবকে অনুরোধ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার টেলিভিশন নেটওয়ার্কে ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে প্রচারিত কন্টেন্টটি (আধেয়) সরিয়ে নিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবকে অনুরোধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিটিআরসির জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আল–জাজিরায় প্রচারিত কনটেন্ট সরানোর বিষয়ে ইতোমধ্যে বিটিআরসি টেলিফোন ও ই–মেইলের মাধ্যমে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। হাইকোর্টও কনটেন্ট সরানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তাই বিটিআরসি কনটেন্ট সরানোর বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।’
তবে বিটিআরসির অনুরোধ ফেসবুক ইউটিউব রাখবে কি-না তা নিশ্চিত নন সংস্থাটির চেয়ারম্যান। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একাধিক কর্মকর্তা জানান, মূলত এসব কনটেন্ট সরানোর জন্য অনুরোধ করা যেতে পারে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে। কিন্তু আইনি কোনো পদক্ষেপ নিয়ে তাদের প্রচার বন্ধ রাখার সুযোগ নেই। অনেক সময়ে গুরুত্ব বুঝে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষ এসব অনুরোধ রেখে কনটেন্টগুলো সরিয়ে ফেলে। আবার অনেক সময়ে রেখেই দেয়।
বুধবার বিকেলে আল-জাজিরার কন্টেন্টটি ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামসহ সব অনলাইন প্লাটফর্ম থেকে সরানোর বিষয়ে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে অবিলম্বে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এর আগে, ১৫ ফেব্রুয়ারি আদালতে ছয় অ্যামিকাস কিউরির মধ্যে পাঁচ জন দেশে আলজাজিরার সম্প্রচার বন্ধের বিপক্ষে মত দেন। এই পাঁচ জন হলেন- জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, কামাল উল আলম, প্রবীর নিয়োগী ও শাহদীন মালিক। পাঁচ অ্যামিকাস কিউরি এই রিট গ্রহণযোগ্য নয় বলেও মতামত তুলে ধরেছিলেন সেদিন। এক অ্যামিকাস কিউরি দেশে আলজাজিরা বন্ধের পক্ষে মত দেন। তিনি হলেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু।
একে/এফআর