মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার লালমাটিয়ায় উঠান বৈঠকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে কাজ করতে বললেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
সোমবার (৩০ মে) বিকেলে লালমাটিয়ার একটি কমিউনিটি সেন্টারে উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে তিনি উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা ও বাসিন্দাদের সমস্যার কথা শোনেন।
ওসি আবুল কালাম বলেন, আপনারা এই এলাকার স্থায়ী বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত আছেন। আপনাদের অনেক সমস্যার কথা আমি শুনলাম, আপনাদের কথা দিতে চাই এই এলাকায় যারা মাদক কারবার করে, মাদক সেবন করে এবং মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, এই এলাকায় গুলশান-বনানীর মতো সিসি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে অপরাধ করেও কেউ পার না পায়। যারা যত্রতত্র গাড়ি রেখে বিভিন্ন জায়গায় চলে যান, মানুষের চলাচলে বাধার সৃষ্টি করেন তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। আপনারা সবাই সহযোগিতা করলে এই এলাকার মাদক নির্মূল করা সম্ভব। মাদকের ছোবলে যুব সমাজ আজ নষ্ট হয়ে যাচ্ছে। সবার প্রতি অনুরোধ আপনার সন্তান কোথায় কার সঙ্গে মিশছে এবং মাদকের সঙ্গে জড়িয়ে পড়ল কি না সেটা আপনি নজরে রাখবেন, খোঁজখবর নেবেন। আমি ২৪ ঘণ্টা আপনাদের সেবায় নিয়োজিত। যেকোনো সময় আপনারা যেকোনো বিপদে আমাকে ফোন করবেন, অবশ্যই সহযোগিতা পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, মোহাম্মদপুর ক্লাবের মোহাম্মদ জুনু, মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান, মোহাম্মদপুর থানার মোহাম্মদপুর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব বর্মন, লালমাটিয়ার বিট ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, সাইফুল ইসলামসহ লালমাটিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশার মানুষ।
এসএএ/জেডএস