নামফলকে বাংলা লেখা নিশ্চিতে অভিযানে নামছে ডিএনসিসি

সাইনবোর্ড, নামফলকে বাংলা লেখা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরা বাজার এলাকায় সাইনবোর্ড ও নামফলকে বাংলা ভাষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
নামফলকে বাংলা লেখা নিশ্চিত করতে প্রতিবছরই বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ডিএনসিসি। সিটি করপোরেশন থেকে জানানো হয়েছিল, ডিএনসিসি আওতাধীন এলাকার প্রত্যেকটি নামফলক, সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিত করতে বিভিন্ন সময় অভিযান চালানো হয়েছে, তা আগামীতেও অব্যাহত থাকবে।
কয়েক বছর আগে হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নং রিট পিটিশনে প্রদত্ত আদেশ অনুযায়ী সকল প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশী সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক করা হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে হাইকোর্টের আদেশটি ডিএনসিসি এলাকায় নিশ্চিত করার দায়িত্ব সে সময় ডিএনসিসিকে দেওয়া হয়েছিল।
এরই প্রেক্ষিতে ডিএনসিসি গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ডিএনসিসির আওতাভুক্ত যেসব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা হয়নি তা স্ব-উদ্যোগে অপসারণ করে বাংলায় লেখে প্রতিস্থাপন করার জন্য বিভিন্ন সময় নির্দেশনা দিয়েছে। পাশাপাশি ডিএনসিসির গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন না করার অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী বাংলায় সাইনবোর্ড না লেখা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করাও হয়েছে বিভিন্ন সময়। এর ধারাবাহিকতায় আজও এমন অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
অন্যদিকে গত ১০ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় অবস্থিত সব দপ্তর ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ফলক ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছিল। ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ৪ ফেব্রুয়ারি বিষয়টি জানানো হয়।
সেই অফিস আদেশে বলা হয়েছিল, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞাপন ফলক বাংলায় লেখা বাধ্যবাধ্যকতা থাকলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত কিছু কিছু সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মাদরাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানে ইংরেজি বিজ্ঞাপন ফলক লেখা রয়েছে। এ অবস্থায় ১০ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত সকল দপ্তর ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ফলক ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা নিশ্চিত করতে বলা হয়েছিল।
এএসএস/ওএফ