নামফলকে বাংলা নিশ্চিতে রামপুরায় ডিএনসিসির অভিযান

সাইনবোর্ড, নামফলকে বাংলা লেখা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর রামপুরা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা শুরু করেছে। অভিযান পরিচালনা করছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
অভিযানের শুরুতে একটি রেস্টুরেন্টের নামফলক বাংলায় না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নামফলক দ্রুত বাংলায় লেখার নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম বলেন, সাইনবোর্ড ও নামফলকে বাংলা ভাষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ রামপুরা বাজার এলাকায় আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। আজকের অভিযান দিনব্যাপী পরিচালিত হবে।
ডিএনসিসি থেকে জানানো হয়, করপোরেশনের আওতাধীন এলাকার প্রত্যেকটি নামফলক, সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিত করতে বিভিন্ন সময় অভিযান চালানো হয়েছে, তা আগামীতেও অব্যাহত থাকবে। কয়েক বছর আগে হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নং রিট পিটিশনে দেওয়া আদেশ অনুযায়ী সব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক করা হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে হাইকোর্টের আদেশটি পালনের দায়িত্ব সে সময় ডিএনসিসিকে দেওয়া হয়েছিল।
এরই পরিপ্রেক্ষিতে ডিএনসিসি গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে করপোরেশনের আওতাভুক্ত যেসব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা হয়নি তা স্ব-উদ্যোগে অপসারণ করে বাংলায় লেখে প্রতিস্থাপন করার জন্য বিভিন্ন সময় নির্দেশনা দিয়েছে। পাশাপাশি ডিএনসিসির গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন না করার অপরাধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী বাংলায় সাইনবোর্ড না লেখা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনাও করা হয়েছে বিভিন্ন সময়। এর ধারাবাহিকতায় আজ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এএসএস/জেডএস