টিকা ব্যবস্থাপনায় সবাই সন্তুষ্ট: পাপন

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান টিকাদান কার্যক্রম নিয়ে সবাই সন্তুষ্ট বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আমরা অল্প সময়ে টিকা পেয়ে সুন্দর ব্যবস্থাপনায় টিকাদান কার্যক্রম শুরু করেছি। সুন্দর ব্যবস্থাপনা দেখে সবাই সন্তুষ্ট।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুর্মিটোলা হাসপাতালে সুরক্ষা অ্যাপের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। পাপন বলেন, আমাদের এতো সুন্দর টিকা ব্যবস্থাপনা দেখে অনেকে বুঝতেই পারছে না এটা বাংলাদেশ। উন্নত দেশগুলো তিন চার মাস আগে থেকেই টিকা কার্যক্রমের প্রস্তুতি নিয়েও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, সবার আগে সুন্দর ব্যবস্থাপনায় টিকাদানের পুরোটাই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা। তিনি টিকা আসার আগেই হাজার কোটি টাকা বিনিয়োগ করে যে সাহস দেখিয়েছেন, তা একমাত্র বঙ্গবন্ধু কন্যা বলেই সম্ভব। এটা সারাবিশ্ব মনে রাখবে।
এসময় স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেন, এ মাসের শেষে করোনার টিকাদানে আরেকটা মাইলফলকে পৌঁছাবে বাংলাদেশ, বিশ্বে নজির হবে।
এর আগে বেলা সাড়ে ১১টায় কুর্মিটোলা হাসপাতালে অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যদিও করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর আগে সুরক্ষা অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে নানা জটিলতায় আটকে থাকা সুরক্ষা অ্যাপ অবশেষে উন্মুক্ত হচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানালেও ভিন্ন কথা জানালেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে জুনায়েদ আহমেদ পলক বলেন, একটি ওয়েব অ্যাপসের উদ্বোধন হলো যার মাধ্যমে নিবন্ধনের তথ্য সরাসরি তথ্যভাণ্ডারে যুক্ত হবে। এটা তথ্য সংগ্রহ যারা করছে, তাদের কাজ সহজ করার জন্য এ অ্যাপস।
তিনি বলেন, অ্যাপটি মূলত টিকা কার্যক্রম পরিচালনাকারীদের কাজকে সহজ করবে। টিকা ব্যবস্থাপনার জন্যই এ অ্যাপ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘সেরাম থেকে দ্বিতীয় দাপে ২০ লাখ ডোজ আসছে ২২ ফেব্রুয়ারি। মানুষ টিকা নিতে বেশি আগ্রহী।’ ৫০ লাখ ডোজ আসার কথা থাকলেও কেন ২০ লাখ ডোজ আসছে জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।
অবশেষে আলোর মুখ দেখলো সুরক্ষা অ্যাপ
করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ১৬ লাখ টিকা নেওয়ার পর অবশেষে আলোর মুখ দেখলো ‘সুরক্ষা’ অ্যাপ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুর্মিটোলা হাসপাতালে অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
যদিও করোনার টিকাদান কর্মসূচি শুরুর আগেই (২৫ জানুয়ারি) ‘সুরক্ষা’ অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে নানা জটিলতায় আটকে থাকা সুরক্ষা অ্যাপ অবশেষে উন্মুক্ত হচ্ছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিসিবি সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম প্রমুখ।
টিআই/ওএফ