অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : খাদ্যমন্ত্রী

অবৈধ মজুতের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার (৫ জুন) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘আমরা কাজ (অভিযান) করছি, এটা আমরা অব্যাহত রাখব।’
অভিযানের কারণে বাজারে চালের দাম নিম্নমুখী রয়েছে বলেও এসময় দাবি করেন তিনি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, আমরা অনেক জায়গায় অনেক অবৈধ মজুত পেয়েছি, তার ব্যবস্থা হয়েছে। অভিযানের পর একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে, আসল চিত্রটা আমরা পাচ্ছি। মজুত কত আছে, অবৈধ মজুত কত আছে। আমরা যা বলছি সেই পরিমাণ মজুত আছে কি না? টোটাল একটা হিসাবের মধ্যেও আমরা আসতে পারছি।
মন্ত্রী বলেন, সুনির্দিষ্টভাবে যেখানে অভিযোগ পাচ্ছি সেই সব মিলে আমরা অভিযান চালাচ্ছি। যেখানে (অবৈধ মজুত) নাই সেখানেও যদি আমরা লোক পাঠাই, তাহলে বাজারে একটা ত্রাসের সৃষ্টি হবে। তারা উৎপাদন বন্ধ করে দেবে। সেদিকেও নজর রাখতে হবে।
শুক্র-শনিবার বন্ধের দিনেও অভিযান চলেছে বলে জানান খাদ্যমন্ত্রী।
এসএইচআর/এসএসএইচ