বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু : ৪৫ ঘণ্টা পরও মামলা হয়নি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ৪৫ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
সোমবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, সীতাকুণ্ডের হতাহতের ঘটনায় এখন পর্যন্ত কারো পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। ডিপোর আগুনই এখন পর্যন্ত নির্বাপন করা যায়নি।
এদিকে চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুন লাগার ৪৫ ঘণ্টা পেরেয়ি গেলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কনটেইনার থেকে এখনও ধোঁয়া বের হতে দেখা গেছে।
শনিবার (৪ জুন) রাত ৯টার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএমএফ কনটেইনার ডিপোতে আগুন লাগে ও বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে ৪১ জনের নিহত হওয়ার খবর এখনও পর্যন্ত পাওয়া গেছে। আহত হয়েছেন ২০০ জনের বেশি। দমকল বিভাগ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে তাদের ৯ জন সদস্য নিহত হয়েছেন।
কেএম/জেডএস