ভূমিহীন পরিবার পাবে দুর্যোগ সহনীয় ঘর : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রত্যেক ভূমিহীন পরিবারকে ২ শতাংশ জমি ও দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি গৃহহীন পরিবার যাতে এ ঘরগুলো পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে।
রোববার (২০ ডিসেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা অসমান তুরানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে প্রায় নয় লাখ গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। এদেরকে সরকার পর্যায়ক্রমে দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দেবে। এরমধ্যে চলতি অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সারাদেশে ১৭ হাজার পাঁচটি ঘর তৈরি করে দিচ্ছে। প্রতিটি ঘরের নির্মাণ খরচ হবে প্রায় এক লাখ ৮০ হাজার টাকা।
দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পে তুরস্ক সরকার অর্থায়ন করবে জানিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, কতগুলো গৃহ নির্মাণে দেশটি আর্থিক সহায়তা দেবে কিংবা এ প্রকল্পে তারা কি পরিমাণ অর্থ সহায়তা করবে তা পরবর্তীতে বাংলাদেশকে জানাবে। তুরস্ক ছাড়াও আরো অনেক দেশ এ প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী বলেন, তুরস্ক বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়নে এবং যেকোনো দুর্যোগে তুরস্ক পাশে ছিলো। বিশেষ করে রোহিঙ্গা সংকট উত্তরণে তুরস্কের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন উপস্থিত ছিলেন।
এসএইচআর/এমএইচএস