জেন্ডার স্কুলের সার্টিফিকেট বিতরণ

শিশুদের মধ্যে লৈঙ্গিক সমতা, লৈঙ্গিক বৈচিত্র্যের ধারণা এবং মানবাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে ২০২১ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে ‘জেন্ডার স্কুল’।
এক বছরে তিন ব্যাচে মোট ৪৬ শিক্ষার্থী জেন্ডার স্কুল থেকে শিক্ষা নিয়েছে। এই তিন ব্যাচের শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানীর শ্যামলী এনজিও ফোরাম অডিটোরিয়ামে আয়োজিত হলো সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। শিশু-কিশোরদের নিয়ে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আঢোজন করে ‘স্পেস- এ ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড কেয়ার’।
এসময় উপস্থিত ছিলেন স্পেস সংগঠনের সম্পাদক মোশফেক আরা শিমুল, চেয়ারপারসন পূরবী তালুকদার, দিয়াকোনিয়া বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর খোদেজা আক্তার লোপা, মানবাধিকারকর্মী সানাইয়া ফাহিম আনসারীসহ বাংলাদেশের বিভিন্ন সমমনা প্রতিষ্ঠানের নারী অধিকারকর্মী এবং উন্নয়নকর্মী শুভাকাঙ্ক্ষীরা।
জানা যায়, তিন মাসে ২৪টি অনলাইন সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সেক্স, জেন্ডার, ইন্টারসেক্স, মানবাধিকার, বয়ঃসন্ধিকাল, জলবায়ু পরিবর্তন, মানসিক স্বাস্থ্য বিষয়ক পাঠদান করা হয়। ওই সেশনগুলো পরিচালনা করেন জাতীয়, আন্তর্জাতিক এবং ব্যক্তিগত পর্যায়ের প্রতিষ্ঠিত মানবাধিকারকর্মীরা।
সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে একটি সার্টিফিকেট এবং একটি করে গাছ তুলে দেওয়া হয়।
এএজে/এসএম