গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফার্নিচার মিস্ত্রী নিহত

রাজধানীর গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম (২৬) নামে ফার্নিচার মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুন) থানার একশত কাঠা নামক এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় সেলিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেলিমকে উদ্ধার করে ঢামেক নিয়ে আসা সহকর্মী রাসেল ঢাকা পোস্টকে বলেন, তিনি পেশায় মূলত ফার্নিচার মিস্ত্রী। পাশাপাশি বিদ্যুতের কাজও জানেন। ফার্নিচারের দোকানে ফ্যান লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক জানান সেলিম মারা গেছেন।
তিনি আরও বলেন, সেলিম গেন্ডারিয়া এলাকার ১০০ কাটা নামক এলাকায় ভাড়া থাকতেন। তার বাড়ি নওগাঁয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা গেন্ডারিয়া থানাকে অবহিত করেছি।
এসএএ/এমএইচএস