বাঁশখালীর কালীপুর ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে যুবক আটক

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন ২০২২, ০২:৪৩ পিএম


বাঁশখালীর কালীপুর ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে যুবক আটক

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ৪ নম্বর পশ্চিম পালেগ্রাম প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে মো. তৌহিদ নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জুন) দুপুরে কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কালীপুর ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা চট্টগ্রাম নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক।

তিনি বলেন, পশ্চিম পালেগ্রাম প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মো. তৌদিককে আটক করা হয়েছে।  নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রামের বাঁশখালীর ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এছাড়াও আনেয়ারা পরৈকোড়া, পটিয়ার ছনহারা, কর্ণফুলীর চর পাথরঘাটা, ফটিকছড়ির ভুজপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সকাল থেকে বাঁশখালীর প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে।

কেএম/এসএম

Link copied