দুই বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা

দিনের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনো খবর পাওয়া যায়নি। তবে রাতে দেশের দুই বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা অনেকটাই অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার অবস্থায় দেখা যাচ্ছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৪৯ শতাংশ।
ঢাকা বিভাগে সর্বোচ্চ ঢাকায় ৩১ দশমিক ২, সর্বনিম্ন গোপালগঞ্জে ১৬ দশমিক ২, ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ নেত্রকোনায় ৩০ ও একই জায়গায় সর্বনিম্ন ১৬, খুলনায় সর্বোচ্চ মংলায় ৩০ দশমিক ৮ ও সর্বনিম্ন কুমারখালীতে ১৬ দশমিক ৪, রাজশাহীতে সর্বোচ্চ বগুড়াতে ৩১ দশমিক ৫ ও সর্বনিম্ন ঈশ্বরদীতে ১৫ দশমিক ৫ ডিগ্রি, রংপুরে সর্বোচ্চ তেঁতুলিয়ায় ২৯ ও সর্বনিম্ন রাজারহাটে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
একে/ওএফ