চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে খুন

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলার জয়কালী বাজারে আশরাফ উদ্দীন (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, আহত আশরাফকে রাত ১০টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আনোয়ারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়ন সরকার ও আসিফ গ্রুপের মধ্যে বিরোধ চলেছিল। নয়ন সরকার এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে, মানুষকে হয়রানি করে। কিছুদিন আগে এরকম একটি ঘটনার প্রতিবাদ করেছিল আশরাফ। তারপর থেকে আশরাফের উপর খেপেছিল নয়ন সরকার। এর জেরেই শুক্রবার রাতে জয়কলি বাজার এলাকায় ছুরিকাঘাত করা হয়।
আনোয়ারা থানার ওসি দিদারুল ইসলাম সিকদার বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। কারা কারা এই ঘটনার সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

জানা গেছে, নয়ন সরকার ও আসিফ দুই জনই দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের অনুসারী। নয়ন সরকার দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক।
নিহত আশরাফ উদ্দীন নোয়াখালী জেলার মাইজদী এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। আশরাফ তার পরিবারের সঙ্গে আনোয়ারা এলাকায় বসবাস করতেন। তিনি দিলোয়ারা জাহান কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
রাতে চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে আশরাফ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ করেছেন তার স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা।
ওএফ