সীতাকুণ্ডে দগ্ধ দশজনকে শ্রম মন্ত্রণালয়ের আর্থিক অনুদান

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর আগুনে দগ্ধ দশজনকে ৫০ হাজার টাকার চেক দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
বুধবার (১৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের কাছে এ চেক হস্তান্তর করা হয়।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সাংবাদিকদের বলেন, এর আগে আমরা ১৪৮ জনের হাতে চেক হস্তান্তর করেছি। আজ আমরা শেখ হাসিনা বার্নে এসে আরও দশ জনকে ৫০ হাজার টাকার চেক দিয়েছি। এই নিয়ে মোট ১৫৮ জনকে চেক হস্তান্তর করা হলো।
তিনি আরও বলেন, আমরা চট্টগ্রাম ও ঢাকায় দগ্ধদের আর্থিক অনুদান দিয়েছি। এছাড়া মৃতদের আমরা পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদান দিয়েছি।
এসএএ/আইএসএইচ