চট্টগ্রাম জেলা পিপি সিরাজুল ইসলাম মারা গেছেন

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ. কে. এম সিরাজুল ইসলাম চৌধুরী নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
জানা গেছে, রাত ৮টার দিকে তিনি অসুস্থবোধ করলে তাকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে ভর্তি করানো হয়। প্রবীণ এ আইনজীবী দীর্ঘদিন ধরে লান্স ক্যান্সার আক্রান্ত ছিলেন। গত দুই বছর ধরে কেমোথেরাপি নিচ্ছিলেন।
সিরাজুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।
কেএম/এসএসএইচ