ভারত‌কে হা‌রি‌য়ে আইএফআরসির গভর্নিং বোর্ডের সদস্য বাংলা‌দেশ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২০ জুন ২০২২, ০১:৩৩ এএম


ভারত‌কে হা‌রি‌য়ে আইএফআরসির গভর্নিং বোর্ডের সদস্য বাংলা‌দেশ

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হয়ে‌ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব। সর্বোচ্চ ভোট পেয়ে তি‌নি দ্বিতীয় বারের মতো নির্বা‌চিত হ‌লেন।

রোববার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় অনু‌ষ্ঠিত ভো‌টে টানা দ্বিতীয় মেয়া‌দে নির্বা‌চিত হন আবদুল ওয়াহহাব।

রেড ক্রিসেন্ট সূ‌ত্রে জানা যায়, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে ২৮ ভোটে হারিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়লাভ করে। ভোটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ৮০ ভোট ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি পেয়েছে ৫২ ভোট।

সুইজারল্যান্ডের জেনেভায় ১৯০টি জাতীয় রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সমন্বয়ে গঠিত এই সংস্থার জেনারেল অ্যাসেম্বলিতে আগামী চার বছরের জন্য আবদুল ওয়াহহাব এ প‌দে দা‌য়িত্ব পালন কর‌বেন।

এনআই/ওএফ

Link copied