দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে ‘শিখবে সবাই’

দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজেরই অংশ, পরিবার ও নিজের ভাগ্য উন্নয়নে তারাও যে অসামান্য অবদান রাখতে পারে, সেটা অনেক সময়ই গুরুত্ব দিয়ে দেখা হয় না। তবে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বর্তমান সমাজে এমন কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে যারা দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ভাবেন এবং তাদের স্বাবলম্বী করে আনন্দ পান। এদের মধ্যে অন্যতম ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘শিখবে সবাই’। যারা দৃষ্টি প্রতিবন্ধীদের মূল সমাজের সঙ্গে সম্পৃক্ত করতে খুবই তৎপর।
সবদিক থেকে পর্যাপ্ত সহায়তা পেলে দৃষ্টি প্রতিবন্ধীরাও যে পরিবারের বোঝা নয়, তা প্রমাণে সচেষ্ট ‘শিখবে সবাই' এর ১৮ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। ডিজিটাল মার্কেটিংয়ের উপর প্রশিক্ষণ নিয়ে তারা এখন ভালো কিছু করার অপেক্ষায়। তাদের মধ্যে দুজন এরইমধ্যে অনলাইন মার্কেটপ্লেস ফাইভারে কাজ শুরু করেছেন।
সোমবার (২০ জুন) শিখবে সবাই এর বনানী অফিসে এ ১৮ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে কোর্স সমাপনী সার্টিফিকেট তুলে দেয়া হয়।
‘শিখবে সবাই’র কর্ণধার আব্দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে একযোগে সবাইকে কাজ করতে হবে। প্রতিবন্ধকতা পিছনে ফেলে তা জয় করেই সামনে এগোতে হবে। সমাজের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে ‘শিখবে সবাই’ দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে একারণেই সামনে থেকে কাজ করছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশীপ এনজিওর সহকারী মহাব্যবস্থাপক নুসরাত জেরিন, ব্র্যাকের হেড অফ অপারেশন্স স্কিল ডেভেলপমেন্ট জয়দীপ সিনহা রয়, ‘শিখবে সবাই’র চিফ অপারেটিং অফিসার আব্দুল কাদের প্রমুখ।
এমএইচএন/আইএসএইচ