প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান শওকত হোসেনের মেয়াদ বাড়ল

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শওকত হোসেনের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন, ১৯৮০’ এর ধারা-৫ অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক ত্যাগের শর্তে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শওকত হোসেন এ পদে পুনরায় নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৭ মার্চ ২ বছরের জন্য প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ পান তিনি।
এসএইচআর/এসকেডি