সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনায় দ্রুত স্বাভাবিক হবে নেটওয়ার্ক

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং নেত্রকোনা জেলায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিঘ্নিত হয় বেশকিছু মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক। এসব এলাকায় ধীরে ধীরে ফিরতে শুরু করেছে মোবাইল নেটওয়ার্ক। ইতোমধ্যে ৯৮৪টি অচল সাইট সচল করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।
মোবাইল নেটওয়ার্ক
বিটিআরসি বলছে, বন্যা দুর্গত এলাকার পানি কিছুটা কমতে শুরু করায় অপারেটরদের অচল সাইটগুলো ক্রমান্বয়ে সচল হচ্ছে। বর্তমানে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এই তিনটি জেলায় মোট ২ হাজার ৫২৮টি সাইটের মধ্যে ৭০৩টি সাইট বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্কের আওতাবহির্ভূত রয়েছে। তবে ইতোমধ্যে ৯৮৪টি অচল সাইট সচল করা হয়েছে। বাকিগুলো দ্রুত সচল করা হবে বলে আশা প্রকাশ করে সংস্থাটি।
আইএসপি
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সিলেট বিভাগের অন্যান্য এলাকাগুলোতে বিভিন্ন ক্যাটাগরির মোট ১০৫টি আইএসপি অপারেটর সেবা দিয়ে আসছে। এই এলাকাগুলোতে আইএসপি অপারেটরদের ৩৭৫টি পয়েন্ট অব প্রেসেন্স (পিওপি) রয়েছে। চলমান বন্যায় ওইসব এলাকায় থাকা আইএসপি অপারেটরদের নেটওয়ার্ক অপারেশন্স সংক্রান্ত স্থাপনাগুলো প্লাবিত ও বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার কারণে ইন্টারনেট সংযোগ প্রাপ্তিতে সাময়িকভাবে প্রতিবন্ধকতা দেখা দেয়। বর্তমানে ৩৭৫টি পিওপি-এর মধ্যে ৩৩৯টি পিওপি কার্যকর রয়েছে। অকার্যকর রয়েছে ৩৬টি। যেসকল পিওপিগুলোতে প্রবেশ করা যাচ্ছে সেগুলোতে জেনারেটর দিয়ে সেবা দেওয়া হচ্ছে।
এনটিটিএন
বন্যাকবলিত সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার এলাকায় এনটিটিএন অপারেটরদের মধ্যে বাহন লিমিটেডের ২৯টি পিওআই, ফাইবার এট হোম লিমিটেডের ৫৭টি পিওপি রয়েছে। এগুলো সবকটিই সচল রয়েছে।
বিটিসিএল
সিলেট শহরে ১৯ জুন জেনারেটর রুমের পানি পাম্প দিয়ে সেচে বের করা হয়। টেলিটকের জেনারেটর ব্যবহারের জন্য বিকল্প পাওয়ার ক্যাবল সংস্থাপন করা হয়। ওইদিন দুপুরে সিলেটের সাথে ঢাকার টেলিকমিউনিকেশন ব্যবস্থা পুনরায় চালু করা হয়। বর্তমানে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিদ্যুৎ না থাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ আছে। জকিগঞ্জ ও কানাইঘাটে অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত হওয়ায় টেলিযোগাযোগ বন্ধ আছে। এসব উপজেলা ছাড়া সিলেট জেলার অন্যান্য উপজেলায় বিটিসিএলের এর টেলিযোগাযোগ ব্যবস্থা চালু আছে।
বিএসসিএল
সিলেট স্থানীয় প্রশাসনের কাছে ২৩টি ভিএসএটি হস্তান্তর করা হয়েছে। এগুলোর মধ্য থেকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১টি, ডিসি’র কার্যালয়ে ১ টি এবং সিলেট সদর উপজেলার কার্যালয়ে ১টি করে চালু করা হয়েছে।
মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের বিশেষ প্যাকেজ সিলেট বিভাগের বন্যাকবলিত এলাকায় বাংলালিংক তাদের গ্রাহকদের জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য ফ্রি ১০ মিনিট ও ১০০ এমবি’র প্যাকেজ ঘোষণা করেছে। এছাড়াও টেলিটক সিলেট ও ময়মনসিংহ বিভাগের বন্যার্তদের জন্য ফ্রি ১৫ মিনিট, ২০টি এসএমএস ও ৫০০ এমবি’র একটি প্যাকেজ ঘোষণা করেছে।
এমএইচএস
